৪১ জেলায় নতুন সিভিল সার্জন
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৭ মার্চ ২০২৫, ০১:০৩ | আপডেটেড ৭ মার্চ ২০২৫, ০১:০৩

স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য প্রশাসনের বড় ধরনের রদবদলে নতুন সিভিল সার্জন পেয়েছে দেশের ৪১ জেলা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় রোববার দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়। সেখানে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন। তা না হলে রোববার থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
প্রথম প্রজ্ঞাপনে ১২ জেলায় নতুন সিভিল সার্জনকে চলতি দায়িত্ব দিয়ে পদায়ন করা হয়েছে।
তাদের মধ্যে ডা. এস এম মাসুদকে রাজবাড়ী, ডা. এ কে এম শাহাব উদ্দিনকে চাঁপাইনবাবগঞ্জে, ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম বগুড়ায়, ডা. আ স ম মাহবুবুল আলমকে বাগেরহাটে, ডা. এস আই এম রাজিউল করিমকে রাজশাহীতে, ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদকে কুমিল্লায়, ডা. মো. কামরুজ্জামানকে ঝিনাইদহে, ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে ময়মনসিংহে, ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে বান্দরবানে, ডা. মোহাম্মদ আবু হাসান শাহীনকে লক্ষ্মীপুরে, ডা. মোছা. মাহফুজা খাতুনকে খুলনায় এবং ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমলকে মাদারীপুরের সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ২৯ জেলায় নতুন সিভিল সার্জন দেওয়া হয়েছে।
তাদের মধ্যে ডা. এস এম মনজুর-এ-এলাহীকে বরিশালে, ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনকে কুষ্টিয়ায়, ডা. মো. গোলাম মাওলাকে গাজীপুরে, ডা. মো. রেহান উদ্দিনকে শরীয়তপুরে , ডা. মোহাম্মদ নাসির উদ্দিনকে সিলেটে, ডা. মরিয়ম সিমিকে নোয়াখালীতে, ডা. মো. মতিউর রহমানকে পিরোজপুরে, ডা. মোহাম্মদুল হককে কক্সবাজারে, ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরকে ঝালকাঠিতে, ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে ফেনীতে, ডা. মো. আবুল কালাম আজাদকে পাবনায়, ডা. মুহাম্মদ শাহীনকে শেরপুরে, ডা. মোহাম্মদ আজিজুল হককে জামালপুরে, ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়াকে পটুয়াখালীতে পাঠানো হয়েছে।
এছাড়া ডা. এ কে এম আবু সাঈদ মেহেরপুরকে, ডা. মো. মামুনুর রহমানকে নেত্রকোণায়, ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুকে টাঙ্গাইলে, ডা. মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ে, ডা. শ্যামলী সাহাকে ঠাকুরগাঁওয়ে, ডা. মো. আল মামুনকে কুড়িগ্রামে, ডা. মো. রফিকুজ্জামানকে গাইবান্ধায়, ডা. স্বপন কুমার বিশ্বাসকে জয়পুরহাটে, ডা. আব্দুল হাকিমকে লালমনিরহাটে, ডা. অভিজিত শর্মাকে কিশোরগঞ্জে, ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহকে বরগুনায়, ডা. মো. আমিনুল ইসলামকে নওগাঁয়, ডা. শাহীন সুলতানাকে রংপুরে, ডা. মো. আব্দুর রাজ্জাককে নীলফামারীতে এবং ডা. আসিফ মাহমুদকে মানিকগঞ্জের সিভিল সার্জন করা হয়েছে।
রোববারই দেশের ২৯ জেলার সিভিল সার্জনদের ওএসডি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেদিন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ৬ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়।
বিষয়: special
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

