ডেঙ্গু পরিস্থিতি: ডিএনসিসির কর্মীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩ জুলাই ২০২৩, ১৯:০৭ | আপডেটেড ৫ জুলাই ২০২৩, ১২:০৭

adis-mosquito

ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশা নিধন এবং জলাবদ্ধতা ঠেকাতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সোমবার নগরভবনে এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে সংস্থাটির সচিব মোহাম্মদ মামুন উল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে সেটি জানিয়ে দেওয়া হয়।

গত মে মাস থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলেছে। সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ৬ হাজার ৬৫৫ জনই ঢাকার। চলতি বছর রোববার পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি মশার উপস্থিতি নিয়ে যে জরিপ করেছে, তাতেও শহরে এইডিস মশার আশঙ্কাজনক উপস্থিতি পাওয়া গেছে।

ঈদের আগে-পরে ভারি বর্ষণে ঢাকার অনেক এলাকার রাস্তা পানিতে তলিয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছিল।

এ অবস্থায় সোমবার উত্তর সিটি করপোরেশন দুটি বিষয় নিয়ে বৈঠকে বসে।

জলাবদ্ধতা এবং মশক নিয়ন্ত্রণের কাজ করে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য এবং প্রকৌশল শাখা।

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবে যে শহরে ছড়িয়ে না পড়ে, সেজন্য সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।

জনগণের সচেতনতার উপরও জোর দিয়েছেন মেয়র। তিনি বলেন, “জমে থাকা পানিতে এইডিস মশার জন্ম হয়। বাসার ভেতরে, ছাদে ও বারান্দায় কোথাও কোনো পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে।”

জলাবদ্ধতা নিয়ে আতিক বলেন, টানা ভারি বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে। নগরবাসীর প্রতি অনুরোধ পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না। এগুলোর কারণে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়। সবাই সচেতন হলে কাজটা আমাদের কর্মীদের জন্য সহজ হয়ে যায়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3