নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ মার্চ ২০২০, ১৩:০৩ | আপডেটেড ৩০ মার্চ ২০২০, ০১:০৩

corona-virus-final

দেশে আরও একজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জন।

নতুন আক্রান্ত রোগী একজন নারী। তার বয়স ২০-এর কোঠায়।

সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাসের  সর্বশেষ পরিস্থিতি জানান।

তিনি বলেন, বাংলাদেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। আক্রান্তদের মধ্যে এ নিয়ে মোট ১৯ জন সংক্রমণমুক্ত হলেন।

সুস্থ চারজনের মধ্যে একজনের বয়স  ৮০ এবং দুজনের বয়স ৬০ বছর ছিল জানিয়ে  আইইডিসিআর পরিচালক বলেন, “তার মানে বয়োজ্যেষ্ঠ হলেই ঝুঁকিপূর্ণ এমন নয়। সুস্থ চারজনের মধ্যে একজন চিকিৎসক ও নার্স রয়েছেন”

নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজনে রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৩৬ জনের কারও শরীরে দুই দফায় পরীক্ষা করে করোনাভাইরাস না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া সারাদেশে এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩২ জন। আর ৬২ জন আছেন আইসোলেশনে। সব মিলিয়ে আইসোলেশনে আছেন ২৬২ জন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

২৪ ঘন্টায় প্রায় ৪ হাজার আক্রান্ত

৩৮ থেকে বেড়ে মৃত্যু ৪৩

ব্রাজিলে একদিনেই শনাক্ত ৫৪ হাজারের বেশি

সপ্তাহ ধরেই মৃত্যু কমপক্ষে ৩৫

মৃত্যু নেমেছে ৪৫ থেকে ৩৭ জনে

লাখ পার হলো আক্রান্ত

৫৩ থেকে মৃত্যু নামলো ৪৩-এ

৩৫ এর নিচে নামলো মৃত্যু

৪৬-এ একদিনে মৃত্যুর রেকর্ড ছাড়ালো

মৃত্যু হাজার পার হলো

মৃত্যু ৪২ থেকে নামেনি

দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

পৃথিবীর ৯ লাখ ৬৯ হাজার মানুষ মারা গেলেন

আবারো ৩৫-এ ফিরলো মৃত্যু

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত ৬০৩৯১

শনাক্ত রোগী ৫৭ হাজার ছাড়ালো

করোনায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৬৯৫

করোনায় প্রাণ গেলো ৩৭ জনের

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3