ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ২৪ জুলাই ২০১৮, ২২:০৭ | আপডেটেড ২৬ জুলাই ২০১৮, ১২:০৭

ছবিতে ডানে অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী এবং বামে সিভিল সার্জন ডা. হিমাংশু লাল

ছবিতে ডানে অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী এবং বামে সিভিল সার্জন ডা. হিমাংশু লাল

সরকারি চাকরি করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নেওয়ায় ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেটের সিভিল সার্জনকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।

অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী এবং সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

মঙ্গলবার তাদের নামে শোকজ নোটিসের চিঠি পাঠানো হয় বলে হেলথ নিউজকে নিশ্চিত করেছেন সিসিক নির্বাচনের তথ্য প্রধানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা।

আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি থেকে আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগ থেকে বদরউদ্দিন কামরান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রলয় সাহা বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না।

“তারপরও প্রথম আলো পত্রিকার মাধ্যমে মুর্শেদ আহমদ এবং হিমাংশু লাল রায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। এই কারণেই তাদেরকে শোকজ করা হয়েছে।”

আগামী তিন দিনের মধ্যে দুজনকে চিঠির উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রলয় সাহা।

গত ১৮ জুলাই সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে এক সভায় অধ্যক্ষ মুর্শেদ আহমদসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তারা স্বাস্থ্য বিভাগে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি আওয়ামী লীগের নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কামরানকে ভোট দেওয়ার জন্য চৌহাট্টা ও ওসমানী মেডিকেল এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করতেও তাদের দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি সরকারি কর্মকর্তা হিসেবে তারা চাকরিবিধিও ভঙ্গ করেছেন বলে নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিষয়ে মুর্শেদ আহমদ এবং হিমাংশু লাল রায়ের প্রতিক্রিয়া জানতে তাদের ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু: আরো ১০ মৃত্যু

ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার

যে দুই কারণে প্রাণঘাতি হচ্ছে ডেঙ্গু

তাপদাহ ও দূষণে হৃদরোগে আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি

ডেঙ্গু: আক্রান্ত ছাড়াল ৪৪ হাজার

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

মশা নিধনে ‘র‌্যাট’ নামছে

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০

ডেঙ্গু মহামারীর পর্যায়ে যায়নি

কাজে ফিরছেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

শুকনো ফলের বাজার দেখতে চান প্রধানমন্ত্রী

নবজাতক ও মায়ের মৃত্যু: জামিন পেলেন ২ চিকিৎসক

চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

জটিল রোগীর ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শ

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ল

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল

দুদিন চেম্বার, অস্ত্রোপচার বন্ধ রাখবেন গাইনি চিকিৎসকরা

ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা

ডেঙ্গুতে মৃত্যু ১০০ হল

ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয় কখন?

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3