মৃত্যুর মড়কে আধুনিক ইউরোপ

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২১ মার্চ ২০২০, ২৩:০৩ | আপডেটেড ২৩ মার্চ ২০২০, ১১:০৩

ITAY-DEATH

নভেল করোনাভাইরাস সংক্রমণে আধুনিক ইউরোপের বহু্ ঐতিহ্যর ধারক ইতালিতে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। নতুন করে সেখানে মারা গেছেন ৬০২ জন।

এর আগে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে ২৪ ঘণ্টায় ৭৯৩ জনও মারা যায় সেখানে। তারপর থেকে ৬শ’র নিচে নামেনি সংখ্যাটা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১৬ হাজার ৪শ ছাড়িয়ে গেছে।

ঠিক ৩০ দিন আগে ইউরোপের এই দেশটিতে প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ঘন্টা ধরে বেড়েছে  মৃত্যুর সংখ্যা । এরইমধ্যে সেখানে মৃত্যু নতুন এই ভাইরাসের উৎসস্থল চীনকেও ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ছয় হাজারেরও বেশি মানুষের।

দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৮ জনে। আক্রান্তের হার আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৯ শতাংশ বেশি।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি এলাকার অবস্থা এখনও বিপর্যস্ত। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫১৫ জন, এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫ জনের।

শনিবার নাগাদ আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৭২ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। আইসিইউতে আছেন দুই হাজার ৮৫৭ জন, আগের দিন ছিলেন দুই হাজার ৬৫৫ জন।

এদিকে শনিবার স্পেনে ২৮৫, ইরানে ১২৩ জন মারা গেছেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3