মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের ‘আশ্বাস’
সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ২৯ আগস্ট ২০১৮, ২১:০৮ | আপডেটেড ২৯ আগস্ট ২০১৮, ০৯:০৮
মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছ থেকে পাওয়া গেছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
নতুন আরও পাঁচটি মেডিকেল কলেজ স্থাপনে সরকারের পরিকল্পনা জানার পর সোমবার রাতে মন্ত্রীর ঢাকার বাড়িতে গিয়ে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজের দাবি জানান আওয়ামী লীগ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সহসভাপতি আকিল মিয়া, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
পৌর মেয়র ফজলুর রহমান বলেন, “মৌলভীবাজারের ২০ লাখ মানুষের প্রাণের দাবি নিয়ে আমরা মন্ত্রীর সাথে দেখা করেছি। মন্ত্রী নিজেও স্বীকার করেছেন মৌলভীবাজারে মেডিকেল কলেজ দরকার। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
“আমরা মন্ত্রীকে জানিয়েছি, অবকাঠামো নিয়ে সরকারের চিন্তা করতে হবে না। শুধু অনুমোদন দিলেই বাকিটা আমরা স্থানীয়ভাবে সহযোগিতা করব,” বলেন তিনি।
আগামী ৪ তারিখ স্বাস্থ্যমন্ত্রী মৌলভীবাজার এলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান ফজলুর।
বিষয়: special5
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?