কুমিল্লা মেডিকেলে চিকিৎসকদের শাটডাউন, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১১ মার্চ ২০২৫, ২০:০৩ | আপডেটেড ১১ মার্চ ২০২৫, ০৮:০৩

16-07-23-Post_Graduate_Private_Trainee_Physician_Shahbag-5

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নসহ অন্যান্য চিকিৎসকেরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন।

কর্মসূচি চলাকালে হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য বিভাগগুলো ছিল পুরোপুরি বন্ধ (কমপ্লিট শাটডাউন)। এতে দুরদুরান্ত থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি পালন করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা পাঁচটি দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে, এমবিবিএস ও বিডিএস ব্যতিত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। একই দাবিতে আগামীকাল বুধবারও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাঁচ দফা দাবির বাইরে ‘ডাক্তার’ পদবি ব্যবহার-সংক্রান্ত রিটের রায় ঘোষণাকে কেন্দ্র করে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজশিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। ১২ মার্চ এ রায় ঘোষণার তারিখ রয়েছে। মূলত এই রায়কে কেন্দ্র করে গতকাল সোমবার থেকে চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন কমপক্ষে এক হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। কুমিল্লা ছাড়াও আশপাশের পাঁচ-ছয়টি জেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। আজ সকালে ইন্টার্নসহ অন্যান্য চিকিৎসকরা বহির্বিভাগের ফটকে তালা বুলিয়ে দিয়ে কর্মবিরতি পালন শুরু করে। এদের চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আগত রোগীরা।

এর আগে গতকাল হাসপাতালের সহকারী পরিচালক নিশাত সুলতানা স্বাক্ষরিত এক বিশেষ বিবৃতিতে জানানো হয়, সারা দেশে সব মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ১০ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসক এবং ট্রেইনি চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সব সরকারি চিকিৎসককে নিজ নিজ বিভাগের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, জরুরি সেবা (অবস ভর্তি, ক্যাজুয়েলিটি, সিসিইউ, আইসিইউ) চলমান থাকবে।

এ প্রসঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো.শাহজাহান বলেন, আজসহ দুইদিন এই কর্মসূচি পালন করেছেন ইন্টার্নসহ অন্যান্য চিকিৎসকরা। আগামীকাল বুধবারও একই কর্মসূচি পালন করা হবে। যেই সময়টাতে মানুষ চিকিৎসা নেয়, আজ সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত বহির্বিভাগসহ অন্যান্য বিভাগগুলো ছিল কমপ্লিট শাটডাউন। এ কারণে চিকিৎসা নিতে আসা মানুষজন সমস্যায় পড়েছেন। তবে জরুরি বিভাগসহ কয়েকটি বিভাগ চালু ছিল।

বহির্বিভাগে জেলার মনোহরগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা রোগী আঞ্জুমান আক্তার বলেন, ‘এটা কেমন কথা। রোগীদের জিম্মি করে আন্দোলন করছে চিকিৎসকরা। এভাবে আর কতদিন চলবে? শত শত মানুষ চিকিৎসার জন্য এসে উল্টো দুর্ভোগে পড়েছেন।’

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

নবজাতক ও মায়ের মৃত্যু: জামিন পেলেন ২ চিকিৎসক

চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

জটিল রোগীর ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শ

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ল

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল

দুদিন চেম্বার, অস্ত্রোপচার বন্ধ রাখবেন গাইনি চিকিৎসকরা

ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা

ডেঙ্গুতে মৃত্যু ১০০ হল

ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয় কখন?

ঢাকা দক্ষিণ সিটির ২৫ স্থাপনায় মিলল মশার লার্ভা

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭ হাজার ছাড়াল

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ৫০ টাকায়

হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছেই

লিটারে ১০ টাকা কমল ভোজ্যতেলের দাম

ডেঙ্গু: এক দিনে রোগী ভর্তি হাজার ছাড়াল

এডিস মশার লার্ভা: সরকারি চার প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি

হাসপাতালে ভর্তি ১২ হাজার ডেঙ্গু রোগী

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকাবাসী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3