ডাক্তার পরিচয় দিয়ে অপারেশনও করছেন তারা!

আবু হোসাইন সুমন, মোংলা প্রতিনিধি, হেলথ নিউজ | ১৮ নভেম্বর ২০১৮, ২১:১১ | আপডেটেড ২৯ নভেম্বর ২০১৮, ০৮:১১

sthtiscope

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল সহকারীদের বিরুদ্ধে ব্যাপক অনয়িম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

নিয়ম ও আইন-কানুন না মেনে চেম্বার খুলে নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে যেমন রোগী দেখছেন; তেমনি বিভিন্ন ক্লিনিকে অস্ত্রোপচারও করছেন।

চিকিৎসার নামে এই বেআইনি কর্মকাণ্ড বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন শরণখোলার উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসানুজ্জামান পারভেজ।

খবর নিয়ে জানা যায়, শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন চিকিৎসা সহকারী রয়েছেন। এদের প্রায় সবাই নিজস্ব প্যাড বানিয়ে তাতে নামের আগে ‘ডাক্তার’ লিখে গ্রাম-গঞ্জ থেকে আসা মানুষদের সঙ্গে প্রতারণা করছেন।

কেউ কেউ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখার বিনিময়ে অর্থও নিচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

চিকিৎসা সহকারী মোর্শেদা আক্তার সুমীর বিরুদ্ধে রোগীদের কাছ হতে দেড়শ থেকে দুশ টাকা ফি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তিনিসহ তিনজনের নামের আগে ‘ডাক্তার’ লেখা প্যাড দেখতে পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, এরা বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে সুবিধা নিয়ে তাদের ওষুধই লিখেন। অপ্রয়োজনেও নানা অ্যান্টিবায়েটিক লিখে দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী হেলথ নিউজকে বলেন, “মেডিকেল সহকারীদের মধ্যে কেউ কেউ সকাল ৯টায় এসে অনলাইন হাজিরা দিয়ে হাসপাতালের পাশের তাদের চেম্বারে বসে রোগী দেখেন। কেউ কেউ পাশের ক্লিনিকগুলোতে অপারেশন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ইসিজি ও আলট্রাসগ্রাম, প্যাথলজিক্যাল টেস্টও করেন।”

চিকিৎসা সহকারী আলসামল জমাদ্দার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কয়েকটি ক্লিনিকে নিয়মিত বিভিন্ন অস্ত্রোপচার করে যাচ্ছেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া যায়।

তারা বলছেন, এদের হাতে অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি ঘটলে অনেক রোগীকে খুলনায় নিয়ে যেতে হচ্ছে। মৃত্যুর ঘটনাও ঘটছে।

মোর্শেদা আক্তার সুমি ও আসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর কাছ থেকে ফি নেওয়া, অফিস পাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে গিয়ে রোগী দেখার অভিযোগ অস্বীকার করেছেন। তবে প্যাডে ডাক্তার পরিচয় দেওয়ার বিষয়ে হেলথ নিউজের জিজ্ঞাসায় তারা সদুত্তর দিতে পারেননি।

প্রাক্তন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বাবুল হেলথ নিউজকে বলেন, স্বাস্থ্য বিধি অনুযায়ী মেডিকেল সহকারীরা ডাক্তার নন। প্যাড বানিয়ে তাতে ডাক্তার পরিচয় দেওয়া এবং এন্টিবায়োটিক লেখা তাদের এখতিয়ার বহির্ভূত কাজ।

স্বাস্থ্য বিভাগের খুলনা জোনের পরিচালক ডা. সুশান্ত কুমার হেলথ নিউজকে বলেন, “মেডিকেল সহকারীদের ডাক্তার লেখার কোন বিধান নেই। এছাড়া ইসিজি ও আলট্রাসনোগ্রামের ডিপ্লোমা না থাকলে তারা এসব করতে পারবেন না।”

এ বিষয়ে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার হেলথ নিউজকে বলেন, “বর্তমানে হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। তারপরও এ সকল বিষয়ে কারও কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসানুজ্জামান হেরথ নিউজকে বলেন, “মেডিকেল সহকারীরা একের পর এক নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড করে চলছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু: আরো ১০ মৃত্যু

ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার

যে দুই কারণে প্রাণঘাতি হচ্ছে ডেঙ্গু

তাপদাহ ও দূষণে হৃদরোগে আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি

ডেঙ্গু: আক্রান্ত ছাড়াল ৪৪ হাজার

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

মশা নিধনে ‘র‌্যাট’ নামছে

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০

ডেঙ্গু মহামারীর পর্যায়ে যায়নি

কাজে ফিরছেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

শুকনো ফলের বাজার দেখতে চান প্রধানমন্ত্রী

নবজাতক ও মায়ের মৃত্যু: জামিন পেলেন ২ চিকিৎসক

চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

জটিল রোগীর ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শ

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ল

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল

দুদিন চেম্বার, অস্ত্রোপচার বন্ধ রাখবেন গাইনি চিকিৎসকরা

ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা

ডেঙ্গুতে মৃত্যু ১০০ হল

ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয় কখন?

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3