মৌলভীবাজারে দুটি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৯ | আপডেটেড ৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯

Moulovibazar-Nasim

মৌলভীবাজারে নবনির্মিত দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকালে প্রথমে জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি।

এরপর উদ্বোধন করেন বড়লেখা উপজেলার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসব অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেন্দু ভৌমিক প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রীর এই সফরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণার দিকেই তাকিয়ে ছিল জেলবাসী।

জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে মৌলভীবাজারবাসী।

সম্প্রতি জেলা আওয়াম লীগের নেতারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঢাকায় দেখা করে জেলাবাসীর এই চাওয়ার কথা জানান।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন হলথ নিউজকে বলেন, “সংসদে আমি সব সময়ই এ দাবি নিয়ে বক্তব্য রেখেছি। এখন দাবিটি বাস্তবায়নের জন্য সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছি।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “সিলেট বিভাগের সব জেলার মধ্যে আমাদের জেলা সবদিকে স্বয়ংসম্পূর্ণ। তারপরও আমাদের এই দাবিটি কেন বাস্তবায়ন হচ্ছে না?”

আন্দোলনকারী সংগঠনের নেতা মকিস মনসুর বলেন, “মৌলভীবাজারবাসী কিছুতেই পিছিয়ে নেই। আমরা মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন চাই।”

প্রবাসী নেতা ড. ওয়ালি তসর উদ্দিন বলেন, “দেশের বড় একটি রাজস্বের অর্থ প্রবাসীদের কাছ থেকে আসে। সেই অর্থে দেশ চলে। তাহলে প্রবাসীদের জেলায় কেন মেডিকেল কলেজ দেওয়া হচ্ছে না।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু: আরো ১০ মৃত্যু

ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার

যে দুই কারণে প্রাণঘাতি হচ্ছে ডেঙ্গু

তাপদাহ ও দূষণে হৃদরোগে আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি

ডেঙ্গু: আক্রান্ত ছাড়াল ৪৪ হাজার

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

মশা নিধনে ‘র‌্যাট’ নামছে

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০

ডেঙ্গু মহামারীর পর্যায়ে যায়নি

কাজে ফিরছেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

শুকনো ফলের বাজার দেখতে চান প্রধানমন্ত্রী

নবজাতক ও মায়ের মৃত্যু: জামিন পেলেন ২ চিকিৎসক

চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

জটিল রোগীর ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শ

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ল

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল

দুদিন চেম্বার, অস্ত্রোপচার বন্ধ রাখবেন গাইনি চিকিৎসকরা

ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা

ডেঙ্গুতে মৃত্যু ১০০ হল

ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয় কখন?

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3